ইকামতের সুন্নাত তরীকা

ইসলামী জিন্দেগীনামায২৪ ফেব, ২১

প্রশ্ন

ইকামত জোড় সংখ্যায় বলতে হবে? না বেজোড় সংখ্যায় বলতে হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ইকামত দেয়ার সহীহ তরীকা হচ্ছেঃ

(ক) প্রথম চার তাকবীর একত্রে এক নিঃশ্বাসে বলতে হবে। এরপরে ওয়াকফ করবে। অবশ্য প্রত্যেক বাক্যের শেষে সাকিন করবে।

(খ) অতঃপর দু্‌ই দুই বাক্য একশ্বাসে একত্রে বলে ওয়াকফ করবে। এরপর নিশ্বাস ত্যাগ করবে। অতঃপর ডানে চেহারা ঘুরিয়ে حى على الصلاة একশ্বাসে দু’বার বলবে। অতঃপর বামে চেহারা ঘুরানোর পর حى على الفلاح একশ্বাসে দু’বার বলবে। সর্বশেষ তিন বাক্য অর্থাৎ দুই তাকবীর এবং লা-ইলাহা ইল্লাল্লাহ এক শ্বাসে বলে ইকামত শেষ করবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মা‘আরিফুস সুনান, খন্ড: , পৃষ্ঠা: ১৯৫
  • তিরমিযী শরীফ, খন্ড: , পৃষ্ঠা: ৪৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১