ইকামতের সময় হাত বেধে রাখা

ইসলামী জিন্দেগীনামায২৪ ফেব, ২১

প্রশ্ন

জামা‘আত শুরু হওয়ার আগে ইমামতের সময় উভয় হাত একত্রে বুকের উপর বা নাভীর নিচে বাঁধা অবস্থায় রাখা জায়িয কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ইকামতের সময় উভয় হাত ছেড়ে সোজা হয়ে দাঁড়াতে হবে। সে সময় অর্থাৎ, নামায শুরু হওয়ার পুর্বে হাতদ্বয় বাঁধা অবস্থায় রাখা সুন্নাতের খেলাপ এবং মাকরূহ।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়ায়ে আলমগীরী, খন্ড: , পৃষ্ঠা: ৫৭
  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৯৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১