ইউসুফ আলাইহিস সালাম-এর ভাইদের নবুয়্যত

মাসিক আল কাউসারসিরাত ও ইতিহাস২৪ মার্চ, ২১

প্রশ্ন

হযরত ইউসুফ D -এর ভাইরা ষড়যন্ত্র করে তাকে কূপে নিক্ষেপ করেছিল। যার বর্ণনা কুরআন মজীদের সূরা ইউসুফে আছে। জানার বিষয় হল সেই ভাইরা কি নবী ছিলেন? তারা নবী হলে এ ঘটনা তাদের নবুওয়তপ্রাপ্তির আগের না পরের? জানালে কৃতজ্ঞ হব।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

নির্ভরযোগ্য বক্তব্য অনুযায়ী হযরত ইউসুফ D -এর যে ভাইরা তাঁকে হত্যার ষড়যন্ত্র করেছিল তাদের কেউ নবী ছিলেন না। তারা ছিলেন সাধারণ মুমিন। পরবর্তীতে ইউসুফ D তাদেরকে ক্ষমা করে দেন এবং তারা নিজেদের কৃতকর্মে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা করেন।

- والله اعلم باالصواب -

সূত্র

  • তাফসীরে ইবনে কাছীর, খন্ড: , পৃষ্ঠা: ৭২৬
  • রূহুল মাআনী, খন্ড: , পৃষ্ঠা: ১৮৪
  • মাআরিফুল কুরআন, খন্ড: , পৃষ্ঠা: ৩১
  • ফাতাওয়াল লাজনাতিদ দাইমাহ, খন্ড: , পৃষ্ঠা: ২৮৩
  • সূরা: ইউসুফ, আয়াত: ৯১

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ মার্চ, ২১