আসহাবে কাহাফের কুকুরটির জান্নাতে যাওয়া প্রসঙ্গে

মাসিক আল কাউসারআকীদা২ মার্চ, ২১

প্রশ্ন

কুরআন মজীদের সূরা কাহাফের তাফসীরে ‘আসহাবে কাহাফের’ ঘটনা বর্ণনা করতে গিয়ে অনেককে বলতে শোনা যায় যে, ‘আসহাবে কাহাফের’ সঙ্গী কুকুরটি জান্নাতে যাবে। এই কথা কতটুকু সঠিক?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

কুরআন মজীদ বা কোনো সহীহ হাদীসে এ বিষয়টি উল্লেখ নেই। কোনো সাহাবী থেকেও সহীহ সনদে তা পাওয়া যায় না।

তবে তাফসীরে আবুস সউদ, তাফসীরে মাযহারী ও রূহুল মাআনী ইত্যাদি তাফসীর-গ্রন্থের লেখকগণ প্রখ্যাত তাবেয়ী খালেদ ইবনে মা’দান i এর উদ্ধৃতিতে আসহাবে কাহাফের সঙ্গী কুকুরটির জান্নাতে যাওয়ার কথা উল্লেখ করেছেন। কিন্তু এর কোনো সনদ বা সূত্র পাওয়া যায় না।

উল্লেখ্য যে, এ বিষয়টি যেহেতু কোনো আকীদা বা আমলের সাথে সংশ্লিষ্ট নয় তাই এ নিয়ে প্রশ্নোত্তর, আলোচনায় মূল্যবান সময় ব্যয় করা উচিত নয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • তাফসীরে আবুস সাউদ, খন্ড: , পৃষ্ঠা: ১৭৮
  • তাফসীরে মাযহারী, খন্ড: , পৃষ্ঠা: ২১
  • তাফসীরে রূহুল মাআনী, খন্ড: , পৃষ্ঠা: ২২৮
  • হায়াতুল হাইওয়ান, খন্ড: , পৃষ্ঠা: ২৬২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২ মার্চ, ২১