আশুরার দিন তাজিয়া ও অন্যান্য কার্যকলাপ

মাসিক আল কাউসারসভ্যতা ও সংস্কৃতি৫ এপ্রিল, ২১

প্রশ্ন

১০ মুহাররম এক শ্রেণীর লোক হযরত হুসাইন e -এর শাহাদাতের শোক পালনার্থে তাজিয়া মিছিল বের করে। ধারণা করা হয়, এই টং-এ হযরত হুসাইন e -এর রূহ সমাসীন থাকেন। তার কবরের আকৃতি থাকে। শোক মিছিলের সামনে তাজিয়া টং থাকে। এর পাদদেশে নযর-নিয়ায পেশ করা হয় এবং এর সামনে হাত জোড় করে দাঁড়িয়ে থাকে ইত্যাদি। এসব কর্মকাণ্ড শরীয়তের দৃষ্টিতে কেমন?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

‘তাজিয়া’ সম্পূর্ণ শিরকী কাজ। হযরত হুসাইন e -এর রূহকে হাযির মনে করা, সেখানে নযর-নিয়ায পেশ করা, হাত জোড় করে দাঁড়ানো প্রত্যেকটি কাজই শিরক। এছাড়া এই দিনে শোক মিছিল বের করা,হাইহুতাশ করা, বুক চাপড়ানো ইত্যাদিও সম্পূর্ণ মনগড়া এবং ভিত্তিহীন, যা বিদআত।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ইমদাদুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৩২
  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৯৩

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১