আল্লাহ তাআলা প্রথমে কী সৃষ্টি করেছেন

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসআকীদা১৭ মে, ২১

প্রশ্ন

একটি বিষয়ে কয়েকদিন যাবত খুবই পেরেশানীতে। আমি বাংলা ইসলামী বই হাদীস গ্রন্থগুলোতে আল্লাহ তাআলা প্রথমে কি সৃষ্টি করেছেন এ বিষয় নিয়ে বিপরীতমুখী বক্তব্য দেখতে পাচ্ছি। এক স্থানে দেখলাম প্রথমে কলম সৃষ্টি করা হয়েছে। আরেক স্থানে দেখলাম প্রথমে আরশ সৃষ্টি করা হয়েছে। আরেক স্থানে দেখলাম প্রথমে রাসূল c এর নূর সৃষ্টি করা হয়েছে। আরেক স্থানে দেখলাম প্রথমে রাসূল c এর রূহ সৃষ্টি করা হয়েছে। প্রথমে সৃষ্টি করা হয়েছে আকল। এসব বিপরীতমুখী বক্তব্যের সমাধান কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

মূলত হাদীসগুলো বিপরীতমুখী নয়। রূহ আর নূর একই বস্তু। মূল বিষয় হল প্রথমে সৃষ্টি বলতে এখানে উদ্দেশ্য হল আপন প্রজাতির মাঝের প্রথম সৃষ্টি বুঝানো এসব বর্ণনা দ্বারা বুঝানো উদ্দেশ্য। অর্থাৎ রূহ প্রজাতির মাঝে প্রথমে রাসূল c এর রূহ প্রথমে সৃষ্টি করা হয়। কলমের প্রজাতির মাঝে প্রথমে কলম সৃষ্টি করা হয়। আকলের প্রজাতির মাঝে প্রথমে রাসূল c এর আকল প্রথমে সৃষ্টি করা হয়। এভাবে বিষয়গুলো ধরে নিলে হাদীসগুলোতে আর কোন বিপরীতমুখিতা বাকি থাকে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • مرقاة المفاتيح, খন্ড: , পৃষ্ঠা: ১৬৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৭ মে, ২১

সম্পর্কিত ফতোয়া