আযানের পূর্বে বা পরে সাইরেন বাজানো

ইসলামী জিন্দেগীমসজিদ-মাদ্রাসার বিধান২৪ ফেব, ২১

প্রশ্ন

ফজরের আযানের পূর্বে বা পরে সাইরেন বাজিয়ে মানুষকে নামাযের জন্য আহবান করা জায়িয কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ফজরের আযান ও ইকামতের মাঝে সাইরেন বাজিয়ে বা অন্য কোন শব্দের মাধ্যমে যেমন-জামা‘আত প্রস্তুত, কিংবা এ জাতীয় অন্য কোন শব্দ বলে মানুষকে নামাযে আসার জন্য আহবান করা শরী‘আতের দৃষ্টিতে জায়িয। তবে মাইকে বা সাইরেন বাজিয়ে এমন বিকট আওয়াজ করা উচিত নয় যার ফলে মানুষের অসুবিধা হয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আল-মাবসূত, খন্ড: , পৃষ্ঠা: ১৩০
  • আলমগীরী, খন্ড: , পৃষ্ঠা: ৫৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১