আযান ও নামাযে মাইক বা লাউড স্পীকারের ব্যবহার

ইসলামী জিন্দেগীনামায২৪ ফেব, ২১

প্রশ্ন

আযান ও নামাযে মাইক ব্যবহার করা কুরআন ও হাদীসের আলোকে কতটুকু সহীহ?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

নামায যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত তাই উক্ত ইবাদতকে সুন্নাত তরীকা অনুযায়ী সাধাসিধেভাবে আদায় করাই বাঞ্ছনীয়। এ কারণে বর্তমানে মুফতীগণ বিনা প্রয়োজনে ছোট জামা‘আতে নামাযে মাইক ব্যবহার করাকে খেলাফে আওলা বলে আখ্যায়িত করেছেন। তবে বড় জামা‘আত হলে নামাযে মাইক ব্যবহার করা যায়। এতে কোন অসুবিধা নেই। তেনমিভাবে আযানের এক উদ্দেশ্য হল আওয়ায দূরে পৌছানো। তাই মাইকে আযান দেওয়াতেও কোন অসুবিধা নেই।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ইমদাদুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৮৪৫
  • ফাতাওয়ায়ে রহীমিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৯০
  • ফাতাওয়ায়ে শামী, খন্ড: , পৃষ্ঠা: ৫৮৯

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১