আমি তোমাকে বিয়ে করবো বলার পর কবুল বলার দ্বারা বিয়ে হয়ে যায়

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসবিবাহ-তালাক১২ মে, ২১

প্রশ্ন

আমার পরিচিত এক মেয়েকে বলছি, আমি তাকে বিয়ে করব। এই কথা শুনে সে তিন বার কবুল বলছে। এর জন্য কি আমাদের বিয়ে হয়ে যাবে? এই কথা আমি এবং সে ছাড়া অন্য কেউ শুনেনি।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

বিয়ে সম্পন্ন হওয়ার জন্য বিয়ের প্রস্তাব ও কবুলের সাথে দুই জন মুসলমান বুদ্ধি-বিবেক সম্পন্ন দুই জন পুরুষ বা একজন পুরুষ ও দুইজন মহিলা উপস্থিত থেকে বিয়ের প্রস্তাব ও কবুল বলা শোনা আবশ্যক। এছাড়া ইসলামের দৃষ্টিতে বিয়ে সম্পন্ন হয় না। তাই আপনাদের এ বিয়ে সম্পন্ন হয়নি। যেহেতু উপস্থিত কোন সাক্ষি ছিল না।

বিবাহ সহীহ হওয়ার শর্ত হল শরীয়তের মুকাল্লাফ (যাদের উপর শরীয়তের বিধান আরোপিত হয়) এমন দুইজন আযাদ পুরুষ সাক্ষি বা একজন আযাদ পুরুষ ও দুইজন মহিলা সাক্ষি হতে হবে, যারা প্রস্তাবনা ও কবুল বলার উভয় বক্তব্য স্বকর্ণে উপস্থিত থেকে শুনতে পায়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • الدر المختار, খন্ড: , পৃষ্ঠা:
  • ফাতওয়ায়ে হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৬৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১২ মে, ২১