আমি কি ঘুষ দিয়ে চাকরি করতে পারবো কি না

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসজায়েয-নাজায়েয২০ এপ্রিল, ২২

প্রশ্ন

আমার একটি প্রশ্ন হল, আমি কি ঘুষ দিয়ে চাকরি করতে পারবো কি না? আমাকে তাড়াতাড়ি জানাবেন।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

যদি প্রার্থিত পদের আপনি যোগ্য হোন, যোগ্য হওয়া সত্বেও ঘুষ ছাড়া উক্ত পদ পাওয়া সম্ভব না হয়, তাহলে প্রয়োজনে ঘুষ দেয়া জায়েজ আছে। এক্ষেত্রে ঘুষদাতা গোনাহগার হবে না, ঘুষগ্রহিতা গোনাহগার হবে। পদটির অযোগ্য হলে ঘুষদাতা দুইটি গোনাহের ভাগিদার হবে। যথা-

1. ঘুষ দেয়ার গোনাহ।

2. অযোগ্য হয়ে পদ দখল করার গোনাহ। কিন্তু ঘুষ নেয়া কোন অবস্থাতেই জায়েজ নয়। সর্ববস্থায় ঘুষ নেয়া হারাম। عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو، قَالَ: ” لَعَنَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّاشِيَ وَالْمُرْتَشِيَ (مسند احمد، رقم الحديث- 6830، سنن ابن ماجه، رقم الحديث- 2313 ، سنن ابى داود، رقم الحديث- 3580، سنن ترمذى، رقم الديث- 1336 دفع المال للسلطان الجائر لدفع الظلم عننفسه وماله ولاستخراج حق له ليس برشوة يعني في حق الدافع (رد المحتار، كتاب الحظر ولاباحة-9/607، فتح القدير، كتاب ادب القاضى-7/255، البحر الرائق، كتاب القضاء-6/262

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২০ এপ্রিল, ২২