আজমীর শরীফের মান্নত

মাসিক আল কাউসারকসম-মান্নত২৪ ফেব, ২১

প্রশ্ন

আমাদের এলাকায় এক ব্যক্তির ছেলে হারিয়ে গিয়েছিল। তখন সে মান্নত করল যে, যদি ছেলে পাওয়া যায় তাহলে আজমীর শরীফ যাবে ও মাযারে শিরনি দিবে। তার এই মান্নত সহীহ হয়েছে কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

না, মান্নত হয়নি; বরং এমন নিয়ত করা গুনাহ হয়েছে। কারণ কোনো উদ্দেশ্য হাসিল হলে মাযারে যাওয়ার নিয়ত করা, সেখানে শিরনি দেওয়া ইত্যাদি শিরক ও কঠোর গুনাহর কাজ। মান্নত শুধু আল্লাহ তাআলার নামেই করা যায়। কোনো মাযার বা পীরের নামে মান্নত করা শিরক। তাই কেউ এমন নিয়ত করলেও তা পালন করা থেকে বিরত থাকা জরুরি। উপরন্তু উক্ত নিয়তের কারণে তওবা-ইস্তেগফার করা জরুরি।

- والله اعلم باالصواب -

সূত্র

  • সহীহ বুখারী, খন্ড: , পৃষ্ঠা: ৯৯১
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৩৫২
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২৯৮
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ২২৬
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ৩৭৪
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৪৩৯

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১