আঘাতপ্রাপ্ত পশু কোরবানি দেওয়া

মাসিক আল কাউসারকুরবানী ও আকিকা২৭ ফেব, ২১

প্রশ্ন

গত বছর আমাদের কুরবানী পশুটির ট্রাক থেকে নামানোর সময় এক পায়ে আঘাত পেয়ে ফুলে যায়। যার ফলে স্বাভাবিকভাবে হাঁটতে একটু কষ্ট হত। এবং হাঁটাচলার সময় ঐ পাটি তুলনামূলক কম ব্যবহার করত। আমার প্রশ্ন হল, উক্ত পশু দ্বারা আমাদের কুরবানী সহীহ হয়েছে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, উক্ত পশু দ্বারা কুরবানী করা সহীহ হয়েছে। তবে পশুর কোনো পা যদি একেবারে অচল হয়ে যায়, যার ফলে পশু হাঁটতেই পারে না সেক্ষেত্রে তা দ্বারা কুরবানী সহীহ হবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৪৬৬
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ২১৬
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ১৭৮
  • তাফসীরে কুরতুবী, খন্ড: ১০, পৃষ্ঠা: ৪২
  • তাফসীরে ফখরে রাযী, খন্ড: ১৯, পৃষ্ঠা: ২২১
  • তাফসীরে রূহুল মাআনী, খন্ড: ১৪, পৃষ্ঠা: ৮৭
  • তাফসীরে মাআরিফুল কুরআন, খন্ড: , পৃষ্ঠা: ৩১৩
  • সুনানে আবু দাউদ, হাদীস নং: ২,৮০২
  • জামে তিরমিযী, হাদীস নং: ১,৪৯৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৭ ফেব, ২১