অর্ধরাত্রির পর এশার নামাজ পড়া

মাসিক আল কাউসারনামায২৪ মার্চ, ২১

প্রশ্ন

অর্ধ রাত্রির পর এশার নামায পড়া মাকরূহ কি না? মাকরূহ হলে মাকরূহ তাহরীমী না তানযিহী? যদি সফরের কারণে বিলম্ব হয় তাহলেও কি মাকরূহ?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

বিনা ওজরে মধ্য রাতের পর পর্যন্ত ইশার নামায বিলম্বিত করা মাকরূহ। এ বিষয়ে ফকীহগণ একমত। তবে এটিকে কেউ কেউ মাকরূহে তাহরীমী বললেও আল্লামা ইবনে আবেদীন শামী i ইমাম তহাবী i -এর উদ্ধৃতিতে মাকরূহ তানযিহীর মতকে প্রাধান্য দিয়েছেন। পরবর্তী ফকীহদের অনেকে এ মতকে গ্রহণ করেছেন।

উল্লেখ্য যে, সফরের কারণে বিলম্বিত হলে তা ওজরের অন্তর্ভুক্ত।

- والله اعلم باالصواب -

সূত্র

  • শরহু মাআনিল আছার, খন্ড: , পৃষ্ঠা: ১৮
  • মাবসূত সারাখসী, খন্ড: , পৃষ্ঠা: ১৪৭
  • শরহুল মুনইয়াহ, পৃষ্ঠা: ৩৩৫
  • ফাতাওয়া খানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৭৩
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা:
  • হেদায়া (ফাতহুল কাদীর), খন্ড: , পৃষ্ঠা: ২০১
  • তাবয়ীনুল হাকায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২২৬
  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৪০৬
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ৩৪৮
  • হাশিয়াতুত তহতাবী আলাল মারাকী, পৃষ্ঠা: ৯৯
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৩৬৯
  • মুখতাসারুত তহাবী, পৃষ্ঠা: ২৪
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৩২৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ মার্চ, ২১