অমুসলিমদের দাওয়াত দেয়ার পদ্ধতি

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসতাবলীগ১৬ মে, ২১

প্রশ্ন

অমুসলিমদের নিকট দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কোন মুলনীতি অনুসরণ করতে হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

অমুসলিমদের দাওয়াত পদ্ধতি অমুসলিমদের মাঝে দাওয়াত দেয়ার ক্ষেত্রে কী মূলনীতি অনুসরণ করতে হবে? এটা আসলে অনেক বড় বিষয়। এখানে কয়েকটি বিষয়ের কথা উল্লেখ করছি। যেমন-

১. মতবিরোধপূর্ণ বিষয় এড়িয়ে প্রথমে সর্বসম্মত বিষয়ে দাওয়াত দেয়া।

২. যে ধর্মাবলম্বী সম্পর্কে দাওয়াত দেয়া হচ্ছে,তার মৌলিক বিশ্বাস সম্পর্কে জানা থাকা। তারপর সবচে’ শক্তিশালী দলিল দিয়ে প্রথম আলোচনা আরম্ভ করা।

৩. ইসলামই একমাত্র ধর্ম। এটাই বর্তমানে জাহান্নাম থেকে মুক্তির পথ এ বিষয়টি কুরআন হাদীসের আলোকে আবেগ ও মমতার সাথে বুঝানো।

৪. ইসলাম সবার ধর্ম, ইসলামই মালিকের ধর্ম। আর আমাদের তাদের সবার মালিকই আল্লাহ তাআলা এমন দলীলসহ দাওয়াত দেয়া।

ইত্যাদি বিষয় ছাড়াও অনেক কিছু লক্ষ্য রাখা উচিত।

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৬ মে, ২১