অভিভাবকের অমতে বিয়ে করলে বিয়ে হয় না

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসবিবাহ-তালাক৬ এপ্রিল, ২১

প্রশ্ন

আমার বন্ধুর বিয়েতে আমরা তিনজন মুসলিম পুরুষ লোক উপস্থিত ছিলাম যেখানে একজন ছিল মেয়ের পরিচিত। এই বিয়ের কথা তাদের বাবা মা জানে না । তাদের বিয়ে কি সঠিক হয়েছে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

যদি উপস্থিত ব্যক্তিবর্গ প্রাপ্ত বয়স্ক মুসলিম হয়ে থাকে, তাহলে তাদের সামনে পাত্র এবং পাত্রী পরস্পর বিয়ের প্রস্তাব ও কবুল বলে থাকলে এবং তা উপস্থিত দুইজন এর অধিক সাক্ষীগণ স্বকর্ণে শুনে থাকলে বিবাহ শুদ্ধ হয়ে গেছে। তবে যদি অপাত্রে বিয়ে করে থাকে, তাহলে কনের পিতার পরবর্তীতে আপত্তি জানানোর অধিকার রয়েছে।

হযরত আব্দুল্লাহ বিন আব্বাস e থেকে বর্ণিত। রাসূল c ইরশাদ করেছেন, মেয়ে তার ব্যক্তিগত বিষয়ে অভিভাবকের চেয়ে অধিক হকদার।

عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ قَال: ” جَاءَتِ امْرَأَةٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَت: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أَبِي وَنِعْمَ الْأَبُ هُوَ، خَطَبَنِي إِلَيْهِ عَمُّ وَلَدِي فَرَدَّهُ، وَأَنْكَحَنِي رَجُلًا وَأَنَا كَارِهَةٌ. فَبَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى أَبِيهَا، فَسَأَلَهُ عَنْ قَوْلِهَا، فَقَال: صَدَقَتْ، أَنْكَحْتُهَا وَلَمْ آلُهَا خَيْرًا. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم: «لَا نِكَاحَ لَكِ، اذْهَبِي فَانْكِحِي مَنْ شِئْتِ

হযরত সালামা বিনতে আব্দুর রহমান e থেকে বর্ণিত। তিনি বলেন, একদা এক মেয়ে রাসূল c এর কাছে এল। এসে বলল, হে আল্লাহর রাসূল! আমার পিতা! কতইনা উত্তম পিতা! আমার চাচাত ভাই আমাকে বিয়ের প্রস্তাব দিল আর তিনি তাকে ফিরিয়ে দিলেন। আর এমন এক ছেলের সাথে বিয়ে দিতে চাইছেন যাকে আমি অপছন্দ করি। এ ব্যাপারে রাসূল c তার পিতাকে জিজ্ঞাসা করলে পিতা বলে, মেয়েটি সত্যই বলেছে। আমি তাকে এমন পাত্রের সাথে বিয়ে দিচ্ছি যার পরিবার ভাল নয়। তখন রাসূল c মেয়েটিকে বললেন, “এ বিয়ে হবে না, তুমি যাও, যাকে ইচ্ছে বিয়ে করে নাও”।

عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَال: جَاءَتْ فَتَاةٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَت: ” إِنَّ أَبِي زَوَّجَنِي ابْنَ أَخِيهِ، لِيَرْفَعَ بِي خَسِيسَتَهُ، قَال: فَجَعَلَ الْأَمْرَ إِلَيْهَا، فَقَالَت: قَدْ أَجَزْتُ مَا صَنَعَ أَبِي، وَلَكِنْ أَرَدْتُ أَنْ تَعْلَمَ النِّسَاءُ أَنْ لَيْسَ إِلَى الْآبَاءِ مِنَ الْأَمْرِ شَيْءٌ “

হযরত বুরাইদা e থেকে বর্ণিত। তিনি বলেন, জনৈক মহিলা নবীজী c এর কাছে এসে বলল, আমার পিতা আমাকে তার ভাতিজার কাছে বিয়ে দিয়েছে, যাতে তার মর্যাদা বৃদ্ধি পায়। রাবী বলেন, তখন রাসূল c বিষয়টি মেয়ের ইখতিয়ারের উপর ন্যস্ত করেন, অর্থাৎ, ইচ্ছে করলে বিয়ে রাখতেও পারবে, ইচ্ছে করলে ভেঙ্গেও দিতে পারবে। তখন মহিলাটি বললেন, আমার পিতা যা করেছেন, তা আমি মেনে নিলাম। আমার উদ্দেশ্য ছিল, মেয়েরা যেন জেনে নেয় যে, বিয়ের ব্যাপারে পিতাদের [চূড়ান্ত] মতের অধিকার নেই্।

- والله اعلم باالصواب -

সূত্র

  • الدر المختار, খন্ড: , পৃষ্ঠা:
  • الفتاوى الهندية, খন্ড: , পৃষ্ঠা: ২৬৮
  • মুয়াত্তা মালিক, হাদীস নং: ৮৮৮
  • সহীহ মুসলিম, হাদীস নং: ১,৪২১
  • মুসনাদে আহমাদ, হাদীস নং: ১,৮৮৮
  • সুনানে আবু দাউদ, হাদীস নং: ২,০৯৮
  • সুনানে দারেমী, হাদীস নং: ২,২৩৪
  • সুনানে তিরমিজী, হাদীস নং: ১,১০৮
  • সুনানে নাসায়ী, হাদীস নং: ৩,২৬০
  • সহীহ ইবনে হিব্বান, হাদীস নং: ৪,০৮৪
  • সুনানে দারাকুতনী, হাদীস নং: ৩,৫৭৬
  • সুনানে সাঈদ বিন মানসূর, হাদীস নং: ৫৬৮
  • মুসন্নাফে আব্দুর রাজ্জাক, হাদীস নং: ১০,৩০৪
  • মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস নং: ১৫,৯৫৩
  • দিরায়া ফী তাখরীজি আহাদিসীল হিদায়া, হাদীস নং: ৫৪১
  • সুনানে ইবনে মাজাহ, হাদীস নং: ১,৮৭৪
  • মুসনাদে ইসহাক বিন রাহুয়াহ, হাদীস নং: ১,৩৫৯
  • সুনানে দারা কুতনী, হাদীস নং: ৩,৫৫৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৬ এপ্রিল, ২১