অপ্রাপ্ত বয়স্ক সন্তানের যাকাত

ইসলামী জিন্দেগীযাকাত-ফিতরা১৪ ফেব, ২১

প্রশ্ন

অপ্রাপ্ত বয়স্ক সন্তানের মালের উপর যাকাত ফরয হয় কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

যাকাত ফরয হওয়ার জন্য আকেল অর্থাৎ সুস্থ মস্তিকসম্পন্ন ও প্রাপ্তবয়স্ক হওয়া জরুরী। সুতরাং অপ্রাপ্ত বয়স্ক সন্তানের মালের উপর যাকাত ফরয নয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আলমগীরী, খন্ড: , পৃষ্ঠা: ১৭২
  • ফাতাওয়ায়ে শামী , খন্ড: , পৃষ্ঠা: ১৬৮
  • নসবুররাহ রায়াহ, খন্ড: , পৃষ্ঠা: ৩৩৩
  • ফাতাওয়ায়ে দারুল উলুম, খন্ড: , পৃষ্ঠা: ৪২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৪ ফেব, ২১