অপারগতায় সেজদা দিতে না পারলে করনীয়

মাসিক আল কাউসারনামায৩১ ডিসেম্বর, ২০

প্রশ্ন

একজন গর্ভবতী মহিলা নামাযে মাটিতে মাথা রেখে সিজদা করতে তার খুব অসুবিধা হয়। এক্ষেত্রে তার জন্য বিকল্প পদ্ধতি আছে কি না? উত্তম পরামর্শ দিলে উপকৃত হব।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

অসুস্থ বা গর্ভবতী মহিলার যদি মাটিতে মাথা রেখে সিজদা করতে বেশি কষ্ট হয় তাহলে সিজদার সময় জমিনে বা সমতলে বসে ইশারায় সিজদা করবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • সহীহ বুখারী, খন্ড: , পৃষ্ঠা: ১,১১৭
  • জামে তিরমিযী, খন্ড: , পৃষ্ঠা: ৩৭২
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ২৭
  • শরহুল মুনয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৬৬
  • ইমদাদুল ফাত্তাহ, খন্ড: , পৃষ্ঠা: ৪৭১
  • রদ্দুল মুহতা, খন্ড: , পৃষ্ঠা: ৯৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৩১ ডিসেম্বর, ২০