অপবিত্র ব্যক্তির নামাযীদের সাদৃশ্য অবলম্বন করা

ইসলামী জিন্দেগীনামায২৩ ফেব, ২১

প্রশ্ন

কোন ব্যক্তি যদি এমন জায়গায় পৌছে যেখানে পানি ও মাটি নেই এবং নামাযের সময়ও একেবারে শেষ হওয়ার নিকটবর্তী হয়, তাহলে এমতাবস্থায় তার করণীয় কী?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

উক্ত ব্যক্তি “তাশাব্বুহ্ বিল মুসাল্লীন” অর্থাৎ নামাযীদের সাদৃশ্য অবলম্বন করবে এবং পবিত্রতা অর্জন করে উক্ত নামায আদায় করবে। তবে স্মরণ রাখা উচিত যে, কারোর জন্য ইচ্ছাপূর্বক এমন স্থানে যাওয়া জায়িয নয়, যেখানে নামায আদায় করা বা পবিত্রতা অর্জনের কোন ব্যবস্থা নেই।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আদদুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ২৫২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১