অনুমতি ব্যতীত কারো কম্পিউটার থেকে ফাইল কপি করা

মাসিক আল কাউসারজায়েয-নাজায়েয১৪ মার্চ, ২১

প্রশ্ন

আমি একটি প্রাইভেট কোম্পানিতে চাকুরি করি। অফিসিয়াল কাজের জন্য আমাকে কোম্পানি থেকে একটি কম্পিউটার দিয়েছে। ঐ কম্পিউটারে কোম্পানির ফাইল রয়েছে, যা বিভিন্ন লোকের কাছে প্রিন্ট করে বিক্রি করা হয়। আমার জন্য তা দেখার অনুমতি আছে তাই আমি পেনড্রাইভ দিয়ে ঐ ফাইলটি নিজস্ব কম্পিউটারে তাদের অনুমতি ছাড়া কপি করে নিয়েছি।

আমার জন্য কি তা জায়েয হয়েছে? না হলে এখন করণীয় কী?

উল্লেখ্য, আমার উদ্দেশ্য ব্যবসা নয়। কোনো সময় প্রয়োজন হলে নিজের জন্য ব্যবহার করামাত্র।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

প্রশ্নের বর্ণনা অনুযায়ী যেহেতু তারা অফিসিয়াল কাজের জন্যই অফিসে প্রোগ্রামটি দেখার অনুমতি দিয়েছে, বাসায় বা অন্যত্র নিয়ে যাওয়ার এবং কপি করার অনুমতি দেয়নি, তাই কোম্পানির অনুমতি ছাড়া নিজস্ব কম্পিউটারে ফাইলটি কপি করা জায়েয হয়নি। এখন আপনার করণীয় হল ফাইলটি নিজের কম্পিউটার থেকে ডিলিট করে দেওয়া।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আননুতাফ ফিলফাতাওয়া, পৃষ্ঠা: ৩৫১
  • মাবসূত সারাখসী, খন্ড: ১১, পৃষ্ঠা: ১১০
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৩১২
  • হেদায়া, খন্ড: , পৃষ্ঠা: ২৭৩
  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৮০
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২৭৩
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ২২৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৪ মার্চ, ২১