অনুপস্থিত ব্যক্তির পক্ষ থেকে উপস্থিতির সাক্ষর করার হুকুম কি

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসজায়েয-নাজায়েয১৩ এপ্রিল, ২৩

প্রশ্ন

আমরা মেডিকেল এর ছাত্র। এখানে প্রতিদিন উপস্থিতি খাতায় নিজ নিজ স্বাক্ষর করতে হয়। মেডিকেলে উপস্থিতির উপর পরীক্ষা তে বসতে দেয়া হয়। তাই কেউ না ক্লাসে না

গেলে তার বন্ধুকে বলে যে তার স্বাক্ষর করে দিতে, যদিও সে অনুপস্থিত। আমার প্রশ্ন, অন্যজনের স্বাক্ষর করে দেয়া কি যায়েজ হবে?

এটি কি মিথ্যা সাক্ষ্য দেয়ার মত অপরাধ নয়?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

না, একাজটি জায়েজ হবে না। এখানে একই সাথে কয়েকটি গোনাহ করা হচ্ছে। যথা-

1. মিথ্যা কথা বলা হচ্ছে।

2. ধোঁকা দেয়া হচ্ছে।

3. মিথ্যা সাক্ষ্য দেয়া হচ্ছে। অথচ উপরের প্রতিটি কাজই নিষিদ্ধ। তাই এভাবে অনুপস্থিত ব্যক্তির পক্ষ থেকে স্বাক্ষর করা জায়েজ হবে না। وَالَّذِينَ لَا يَشْهَدُونَ الزُّورَ وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا (٢٥:٧٢) এবং যারা মিথ্যা কাজে যোগদান করে না এবং যখন অসার ক্রিয়াকর্মের সম্মুখীন হয়,তখন মান রক্ষার্থে ভদ্রভাবে চলে যায়। -সূরা ফুরকান-৭২ عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى البِرِّ، وَإِنَّ البِرَّ يَهْدِي إِلَى الجَنَّةِ، وَإِنَّ الرَّجُلَ لَيَصْدُقُ حَتَّى يَكُونَ صِدِّيقًا. وَإِنَّ الكَذِبَ يَهْدِي إِلَى الفُجُورِ، وَإِنَّ الفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ، وَإِنَّ الرَّجُلَ لَيَكْذِبُ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللَّهِ كَذَّابًا» হযরত আব্দুল্লাহ e থেকে বর্ণিত। রাসূল c ইরশাদ করেছেন, সত্য পূণ্য দান করে। আর পূণ্য জান্নাত দান করে। নিশ্চয় ব্যক্তি সত্য বলতে বলতে সিদ্দীক গুণে গুনান্বিত হয়ে যায়। আর মিথ্যা গোনাহ দান করে। আর গোনাহ জাহান্নামে পৌছায়। আর নিশ্চয় ব্যক্তি মিথ্যা বলতে বলতে আল্লাহর কাছে মিথ্যুক হিসেবে লিপিবদ্ধ হয়ে যায়। -বুখারী, হাদীস নং-৬০৯৪ عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سُئِلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الكَبَائِرِ، قَالَ: «الإِشْرَاكُ بِاللَّهِ، وَعُقُوقُ الوَالِدَيْنِ، وَقَتْلُ النَّفْسِ، وَشَهَادَةُ الزُّورِ» হযরত আনাস e থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল c কে কবিরা গোনাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি বলেন, (কবীরা গোনাহ হল) আল্লাহর সাথে কাউকে শরীক করা, পিতা মাতার অবাধ্য হওয়া, কাউকে হত্যা করা এবং মিথ্যা সাক্ষ্য দেয়া। -বুখারী, হাদীস নং-২৬৫৩ রাসূল c ইরশাদ করেছেন- لَيْسَ مِنَّا مَنْ غَشَّ তথা যে ব্যক্তি ধোঁকা দেয়, সে আমাদের দলভূক্ত নয়। -মুসনাদে আহমাদ, হাদীস নং-৭২৯২ তাই এ মিথ্যা সাইন করা থেকে বিরত থাকতে হবে।

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৩ এপ্রিল, ২৩