অতিরিক্ত লম্বা আবা পরিধান করা

মাসিক আল কাউসারজায়েয-নাজায়েয৫ এপ্রিল, ২১

প্রশ্ন

আমাদের দেশে অনেক লোককে দেখা যায়, আবা পরিধান করে, যা টাখনুর নিচে ঝুলে থাকে। আমরা জানি, টাখনুর নিচে কাপড় পরা নিষেধ। আবাও কি এ হুকুমের অন্তর্ভুক্ত?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, আবা এবং সকল ধরনের পোষাক পুরুষের জন্য টাখনু গিরার নিচে ঝুলিয়ে পরা নাজায়েয। কেননা হাদীস শরীফে লুঙ্গি, জামা, পাগড়ি এবং চাদরকে টাখনুর নিচে ঝুলিয়ে পরতে নিষেধ করা হয়েছে।

অন্য হাদীসে আছে, টাখনুর নিচে যতটুকু ঝুলিয়ে পরবে তা জাহান্নামে যাবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতহুল বারী, খন্ড: ১০, পৃষ্ঠা: ২৬৮
  • সুনানে নাসাঈ, খন্ড: , পৃষ্ঠা: ২৫৪
  • আওনুল মাবুদ, খন্ড: ১১, পৃষ্ঠা: ১০৩
  • তাকমিলা ফাতহুল মুলহিম, খন্ড: , পৃষ্ঠা: ১২০
  • তবারানী, খন্ড: , পৃষ্ঠা: ২৩২
  • সহীহ বুখারী, খন্ড: , পৃষ্ঠা: ৮৬১
  • সুনানে আবু দাউদ, পৃষ্ঠা: ৫৬৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১