অজুর অঙ্গে ব্যন্ডেজ থাকলে করণীয়

মাসিক আল কাউসারপবিত্রতা২৬ ফেব, ২১

প্রশ্ন

আমি কুরবানীর পশু খরিদ করার জন্য হাটে যাই। অসতর্কতাবশত একটি গরুর পায়ের নিচে পা পড়ে আমার পায়ের অগ্রভাগ মারাত্মক জখম হয়। ডাক্তার ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দিয়েছেন। তিনি ব্যান্ডেজ খোলা ও সেখানে পানি লাগাতে নিষেধ করেছেন। এ অবস্থায় আমি কীভাবে অযু করব?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

প্রশ্নোক্ত অবস্থায় সুস্থ হওয়া পর্যন্ত অযু-গোসলের জন্য ব্যান্ডেজের উপর মাসেহ করবেন এবং পায়ের অবশিষ্ট সুস্থ অংশটুকু সম্ভব হলে অন্যান্য অঙ্গের ন্যায় ধুয়ে নিবেন। আর যদি তা ধুতে গেলে ব্যান্ডেজ ভিজে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে পায়ের এ অংশও মাসেহ করতে পারবেন।

- والله اعلم باالصواب -

সূত্র

  • সুনানে বায়হাকী, খন্ড: , পৃষ্ঠা: ২২৮
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৩৫৭
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৯০
  • শরহুল মুনইয়া, পৃষ্ঠা: ১১৬
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ১৮৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৬ ফেব, ২১