অজু করার অঙ্গসমূহে ক্ষত থাকলে কিভাবে অজু করবে

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসপবিত্রতা১৫ এপ্রিল, ২৩

প্রশ্ন

অজুর অঙ্গসমূহে ক্ষত থাকলে কিভাবে অজু করবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

শুধু ক্ষত থাকলেই তায়াম্মুম করা আবশ্যক হয়ে যায় না। বরং যেখানে ক্ষত রয়েছে এছাড়া বাকি অঙ্গ ধৌত করবে। আর যেখানে ক্ষত রয়েছে তাতেও যদি পানি পৌছালে সমস্যা না হয়, তাহলে সেখানেও পানি পৌছাবে। আর যদি পানি পৌছালে সমস্যা হয়ে থাকে, তাহলে মাসাহ করলে সমস্যা না হলে ক্ষতের উপর মাসাহ করবে।যদি মাসাহ করলে সমস্যা ডাক্তার বলে থাকেন, তাহলে উক্ত অঙ্গে মাসাহ করবে না। এমনিতেই অজু হয়ে যাবে। আর যদি প্লাষ্টার করা থাকে, তাহলে প্লাষ্টারের উপর মাসাহ করবে। এছাড়া বাকি অঙ্গ ধৌত করে নিবে।

وَمِنْ شَرْطِ جَوَازِ الْمَسْحِ عَلَى الْجَبِيرَةِ أَيْضًا أَنْ يَكُونَ الْمَسْحُ عَلَى عَيْنِ الْجِرَاحَةِ مِمَّا يَضُرُّ بِهَا، فَإِنْ كَانَ لَا يَضُرُّ بِهَا لَا يَجُوزُ الْمَسْحُ إلَّا عَلَى نَفْسِ الْجِرَاحَةِ، وَلَا يَجُوزُ عَلَى الْجَبِيرَةِ، كَذَا ذَكَرَهُ الْحَسَنُ بْنُ زِيَادٍ؛ لِأَنَّ الْجَوَازَ عَلَى الْجَبِيرَةِ لِلْعُذْرِ، وَلَا عُذْرَ. -بدائع الصنائع-1/90

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৫ এপ্রিল, ২৩