'সম্পূর্ণ মেরামতে পারিশ্রমিক' চুক্তির পর সম্পূর্ণ মেরামত করতে না পারলে

মাসিক আল কাউসারবাবসা বানিজ্য১৫ মার্চ, ২১

প্রশ্ন

আমাদের টিনশেড রুমের ছাদে কিছু ছিদ্র ছিল। বৃষ্টির সময় পানি পড়ত। একজন মিস্ত্রির সাথে চুক্তি করা হয় যে, ১,০০০/- টাকার বিনিময়ে সে ছাদটি মেরামত করে দিবে কোনো জায়গা দিয়ে যদি পানি পড়ে তাহলে সে কোনো টাকা নিবে না। মেরামতের পর দেখা গেল, কিছু জায়গা দিয়ে এখনো পানি পড়ে। জানতে চাই, তাকে টাকা দিতে হবে কি না? চুক্তিতে উল্লেখিত পারিশ্রমিক সে পাবে কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

প্রশ্নোক্ত ক্ষেত্রে মিস্ত্রি পূর্ব ধার্যকৃত পারিশ্রমিক পাবে না; বরং সে যতটুকু মেরামত করতে পেরেছে এর ন্যায্য পারিশ্রমিক পাবে। সুতরাং সে অনুযায়ী তার পাওনা দিয়ে দিতে হবে। এখনো কোনো জায়গা দিয়ে পানি পড়ার কারণে মোটেও পারিশ্রমিক না দেওয়ার সুযোগ নেই।

- والله اعلم باالصواب -

সূত্র

  • সহীহ বুখারী, পৃষ্ঠা: ২,২২৭
  • আলমাবসূত সারাখসী, খন্ড: ১৬, পৃষ্ঠা: ৪৭
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ৩১২
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৪৪৩
  • আলমুগনী, ইবনে কুদামা, খন্ড: , পৃষ্ঠা: ১২২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৫ মার্চ, ২১