'একজনের জায়গা অন্যজনের মেশিন' এই ভিত্তিতে যৌথ কারবার

মাসিক আল কাউসারবাবসা বানিজ্য১৫ মার্চ, ২১

প্রশ্ন

আমি একটি ধান মাড়ানোর মেশিন কিনেছিলাম এবং প্রতি বছর আমি নিজেই তা দ্বারা ধান মাড়িয়ে কিছু টাকা উপার্জন করতাম। কিন্তু এখন দুর্বলতার কারণে একা কাজ করতে পারি না। আমার এক বন্ধুর একটি রাইস মিল আছে। আমি পরিকল্পনা করেছি যে, আমার মেশিনটি তার রাইস মিলে স্থাপন করব এবং দুজনেই ঐ মেশিন দিয়ে কাজ করব। আমার যা উপার্জন হবে তা আমরা সমানভাবে ভাগ করে নিব। জানার বিষয় এই যে, আমার জন্য তার সাথে এই চুক্তি করা জায়েয হবে কি না? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, প্রশ্নোক্ত চুক্তিটি জায়েয।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৩৯৭
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ১৮১
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৩৪
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৩২২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৫ মার্চ, ২১