মেহরাব কি মসজিদের অন্তর্ভুক্ত?

মাসিক আল কাউসারমসজিদ-মাদ্রাসার বিধান১৯ এপ্রিল, ২১

প্রশ্ন

মেহরাব কি মসজিদের অন্তর্ভুক্ত? এক ব্যক্তি বলছেন, মেহরাব মসজিদের অংশ নয়। তাই এতেকাফকারী এখানে যেতে পারবে না। গেলে এতেকাফ নষ্ট হয়ে যাবে। সঠিক বিষয়টি জানিয়ে বাধিত করবেন।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

মেহরাব মসজিদের অন্তর্ভুক্ত। মসজিদের অংশ না হওয়ার কথা ঠিক নয়। এটা যে সম্পূর্ণ ভিত্তিহীন কথা তা ফিকহের নির্ভরযোগ্য কিতাবে উল্লেখ হয়েছে। সুতরাং এতেকাফকারী মেহরাবেও যেতে পারবে। এ কারণে তার এতেকাফ নষ্ট হবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • শরহুল মুনইয়া, পৃষ্ঠা: ৩৬১
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২৬
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৬৪৬
  • জামিউর রুমূয, খন্ড: , পৃষ্ঠা: ১৯৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ এপ্রিল, ২১