ঈদগাহে ধান-পাট শুকানো

ইসলামী জিন্দেগীসভ্যতা ও সংস্কৃতি২৩ ফেব, ২১

প্রশ্ন

আমাদের অঞ্চলে ঈদগাহে ধান-পাট শুকানো হয়; এমনকি মহিলারা পর্যন্ত সেখানে এসে ধান-পাট শুকায়। এখন প্রশ্ন হচ্ছে-

(ক) ঈদগাহে ধান-পাট শুকানো শরী‘আতের দৃষ্টিতে জায়িয কি-না?

(খ) যে মাঠ খেলা-ধূলা করার জন্য নির্ধারিত হয়েছে সেই মাঠে ঈদের জামা‘আত জায়িয কি-না? এবং এ ধরনের মাঠ থাকা অবস্থায় মসজিদে ঈদের নামায আদায় করা মাকরূহ হবে কি? পক্ষান্তরে কোন মাঠ যদি কেবলমাত্র ঈদের নামায আদায় করার জন্য নির্ধারিত হয়ে থাকে, তাহলে সেখানে খেলা-ধূলা জায়িয হবে কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

(ক) বিভিন্ন দিক দিয়ে ঈদগাহ মসজিদের হুকুমভুক্ত। সুতরাং ঈদগাহকে পরিষ্কার-পরিছন্ন রাখা এবং ঈদগাহের সম্মানের প্রতি লক্ষ্য রাখা জরুরী। ঈদগাহে এ ধরনের কোন কাজ করা যাবে না, যার দ্বারা ঈদগাহের অবমাননা হয়। সুতরাং ঈদগাহে ধান, পাট ইত্যাদি শুকানো, খেলা-ধূলা করা অথবা ব্যক্তিগত কোন কাজে ব্যবহার করা জায়িয নয়; বরং তা মাকরূহ। এ জাতীয় কাজ থেকে বিরত থাকা সকলের জন্য অপরিহার্য।

(খ) যে মাঠ সারা বছর খেলা-ধূলার জন্য নির্ধারিত সে মাঠে যদি ঈদের নামায পড়ার অনুমতি থাকে, তাহলে সেখানে ঈদের নামায আদায় করা জায়িয হবে। আর এ ধরনের মাঠ থাকা অবস্থায় বিনা উযরে মসজিদে ঈদের নামায আদায় করা সুন্নাত পরিপন্থী।

- والله اعلم باالصواب -

সূত্র

  • রাদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ১৬৯
  • ফাতাওয়া আলমগীরী, খন্ড: , পৃষ্ঠা: ১৫০
  • আল-রাহরুর রায়িক্ব, খন্ড: , পৃষ্ঠা: ১৫৯
  • তাতার খানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৮৪৫
  • আল-বাহরুর রায়িক্ব, খন্ড: , পৃষ্ঠা: ২৪৮
  • ফাতাওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ৬৫৭
  • কিফায়াতুল মুফতী, খন্ড: , পৃষ্ঠা: ১০৭
  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৪২৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১